পৌরসভা থেকে আমাদের নির্দিষ্ট মানুষ এসে ময়লা নিয়ে যায়, আমাদের বাসায় যাবতীয় ময়লা, নির্দিষ্ট একটি বালতিতে বাইরে ফেলে রাখা হয়। তারপরে একজন লোক এসে ময়লা গুলো নিয়ে যায়। তাদেরকেও আমরা টাকা দিয়ে থাকি, তাদেরও নির্দিষ্ট বেতন রয়েছে। যার কারনে প্রতিটি বাড়িওয়ালা থেকে টাকা নিয়ে থাকে। যেটা আমরা পানির বিল, গার্ড বিল, ময়লা বিল, সবকিছু একসাথে নিয়ে থাকি।
Post a Comment
0Comments