আরিফুল ইসলাম রিফাত,এমডি,২০শে মে ২০২০ সালে তারিখে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নেন,এছাড়া তিনি এক্স-রে ইনচার্জ ,রিসিপশনিস্ট,কাস্টমার সার্ভিস ম্যানেজার, এবং ফিল্ড অফিসার পদে কাজ করেছিলেন,২০০২ সালের ২৯শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।তিনি নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশন সংলগ্ন, কাজী কলোনি বসবাস করতেছেন।এছাড়া তিনি দাখিল পাস করেন দারুল আজহার মডেল মাদ্রাসায়,এবং চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন, এখন তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে বিএসসি অফ ফিজিক্স ডিপার্টমেন্ট পড়াশোনা করতেছেন। এছাড়া তিনি ডিপ্লোমা ইন সফটওয়্যার আপ্লিকেশন কোর্স শেষ করেন রাজশাহী একাডেমি থেকে,বর্তমানে তিনি বিবাহিত।
Post a Comment
0Comments