আসসালামু আলাইকুম,
ইদানীং আমরা খেয়াল করেছি যে, ভাড়াটিয়া রা মিটার এ টাকা অধিক পরিমাণ লোড করে ছয়/সাত মাস ব্যবহার করতেছেন,যার ফলে পরবর্তীতে টাকা লোড করলে অনেক পরিমাণ টাকা কেটে নিয়ে যায়।
এখন আসেন এর কারণ কী..??
✅ আপনি মিটারে প্রতি মাসে একবার হলেও টাকা ডুকাবেন,এবং এক সাথে অনেক পরিমাণ টাকা ডুকাবেন না এক মাসেই,
✅ এর কারণ হচ্ছে প্রতি মাসে মিটারে একটি পরিমাণ টাকা কেটে নেওয়া হয়,তার মধ্যে রয়েছে, Meter Rant,Demand Charge,Vat+Rebate, কেটে নেওয়া হয়।
✅ যার কারণে আপনি অধিক পরিমাণে টাকা ডুকালে, ব্যবহার কম হবে, কিন্তু টাকা থেকে যাবে, প্রতি মাসে আর ডুকানো হবে নাহ,সুতরাং ফ্রীজ থাকলে গরম সময় ১২০০৳ শীত কালে ৭০০৳, ডুকাবেন।
A R I F U L ツ
ব্যবস্থাপনা পরিচালক,
RIFAT HOUSE
আদেশক্রমে কর্তৃপক্ষ,
Post a Comment
0Comments