সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হচ্ছে জুম্মাবার বা শুক্রবার। সপ্তাহের এই বিশেষ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ ফজিলত। এ পবিত্র দিনে সকল মুসলমানেরা পরিষ্কার পোশাক পরিধান করে জামাতের সহিত দু রাকাত সালাত আদায় করে থাকেন। এবং হাজারো কর্মব্যস্ততার মধ্যে এদিন কে উদযাপনের মধ্য দিয়ে অনেকে পালন করে থাকেন। এই পবিত্র জুম্মার দিন সকল মুসলমান পাড়ার মসজিদে এসে একত্রিত হয়ে থাকেন।
দলে দলে এই দিনে সকল ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজের জন্য একত্রিত হয়ে থাকেন। যার মধ্য দিয়ে জুম্মার দিনের মর্যাদা ও তাৎপর্য স্পষ্ট ফুটে ওঠে। এছাড়াও এই দিনকে আরো উদযাপনের মধ্য দিয়ে পালন করতে একে অপরের মাঝে জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা শেয়ার করে থাকেন। তাই যারা পবিত্র জুমার শুভেচ্ছা অন্যদেরকে জানাতে চাচ্ছেন এবং ফেসবুকে শেয়ার করতে চাচ্ছেন তারা এখান থেকে বাছাই করা সংগ্রহ করুন।
RIFAT HOUSE/ZUMMAMUBARAK/2024©
Post a Comment
0Comments